বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ইনজুরি নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। এ নিয়ে নানান টানাপোড়নের একপর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২৮ ঘণ্টা পর অবসর ভেঙে আবারও ফেরার কথা জানান তিনি।
এদিকে অবসর ভাঙলেও এখনই ক্রিকেটে ফিরছেন না ওয়ানডে দলপতি। দেড় মাসের বিরতি নিয়েছেন তিনি। এই সময়ে নিজের ফিটনেস ও কোমরের চোট নিয়ে কাজ করার কথা রয়েছে তার। সেই লক্ষ্যেই এবার চট্টগ্রামের এই ক্রিকেটার লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।
তিনি আরও যোগ করেন, এর মাঝে আমরা ২৫ থেকে ২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড দিব। তো সে ওখান (ইংল্যান্ড) থেকে আপডেট জানাবে, মেডিকেল রিপোর্ট দেখে বলতে পারবে।
আসন্ন এশিয়া কাপে তামিমই অধিনায়ক কিনা প্রশ্নে বিসিবির এই পরিচালকের মন্তব্য, আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।