বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করা ৪০ শতাংশ বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক কর্মহীন। অন্য যেকোনো জাতিগোষ্ঠীর তুলনায় এই হার সর্বোচ্চ।
স্থানীয় সময় শুক্রবার (২৬ে ডিসেম্বর) দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৫ লাখ ২০ হাজার শিশু এবারের বড়দিন কাটিয়েছে উপার্জনবিহীন পরিবারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই সংখ্যা গত ১৫ বছরের চেয়ে সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে কর্মহীন সংখ্যা দেড় লাখের চেয়ে বেড়েছে বলে উঠে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, সরকারি তথ্য বিশ্লেষণ করলে ব্রিটেনের কর্মসংস্থান চিত্রে এক চরম জাতিগত পার্থক্য পরিলক্ষিত হয়। তাদের মতে, ভৌগোলিক প্রেক্ষাপটে লন্ডন এখন বেকারত্ব সংকটের কেন্দ্রে অবস্থান করছে।
ব্রিটিশ সরকারের নতুন ঘোষিত ‘ন্যাশনাল ইন্স্যুরেন্স’ বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের ফলে অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে অথবা কর্মী ছাঁটাই করছে। আগামী বছরও পরিস্থিতির বিশেষ উন্নতির সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। ২০২৬ সালে উচ্চ সুদের হার এবং ভোক্তা আস্থার অভাবে ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ শতাংশে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

