লন্ডনে বর্ণবাদী হামলার শিকার বাংলাদেশি তরুণ

0
লন্ডনে বর্ণবাদী হামলার শিকার বাংলাদেশি তরুণ

লন্ডনে এক বাংলাদেশি তরুণ হামলার শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, হিজাব পরা মাকে উদ্দেশ্য করে করা বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে হিথরো বিমানবন্দর সংলগ্ন আশফোর্ডের চার্চ রোডে। আহত তরুণের নাম ইখতিয়ার মৃধা (২১)। এ ঘটনায় জড়িত সন্দেহে শ্বেতাঙ্গ বাবা ও ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ইখতিয়ার জানান, সেদিন তিনি হিথরো বিমানবন্দর থেকে মা নাহিদা আক্তার ও ছোট ভাইকে নিয়ে গাড়িতে করে পূর্ব লন্ডনের বাসায় ফিরছিলেন। পথে ছোট ভাইয়ের জন্য খাবার কিনতে আশফোর্ড এলাকায় গাড়ি থামান। তখন তাঁর মা গাড়ি থেকে নামতেই এক শ্বেতাঙ্গ ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য ছোঁড়েন।

ইখতিয়ার বিষয়টির প্রতিবাদ করে ওই ব্যক্তিকে ক্ষমা চাইতে বলেন। একপর্যায়ে শ্বেতাঙ্গ ব্যক্তি গাড়ি থেকে ব্যাট বের করে তাঁর মাথায় আঘাত করেন। এ সময় হামলায় ব্যক্তিটির বাবাও যোগ দেন। পরে মা-ছেলেকে লক্ষ্য করে গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে ইখতিয়ার টেনে মাকে সরিয়ে নিলে তাঁরা অল্পের জন্য রক্ষা পান। হামলাকারীরা এরপর গাড়ি নিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। নাহিদা আক্তারকে দ্রুত সেন্ট জর্জ হাসপাতালে নেওয়া হয়। তাঁর মাথায় পাঁচটি সেলাই দিতে হয়। একদিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন।

ঘটনার পর পুলিশ শ্বেতাঙ্গ বাবা-ছেলেকে গ্রেপ্তার করে। আগামী ১৩ অক্টোবর এ বিষয়ে আদালতে শুনানি হবে।

ইখতিয়ার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং খণ্ডকালীন চাকরিজীবী। তিনি জানান, তাঁদের পরিবার ২০১৬ সালে ইতালি থেকে লন্ডনে পাড়ি জমায়। তাঁদের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। ইখতিয়ারের বাবার নাম দুলাল মৃধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here