লন্ডনে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছরপূর্তি অনুষ্ঠান

0

লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ঐতিহ্য ও গৌরবের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১ অক্টোবর ১২৫ বছরপূর্তি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি তছউর আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর ও মহিলা সম্পাদিকা নাজিয়া আক্তার রেবিনের যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন এতোয়ার হোসেন মুজিব। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন তছউর আলী। সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নুরু কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন এবং সবাইকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার মেয়র রহিমা রহমান, বিশেষ অতিথি ছিলেন ব্যাথনাল গ্রীন এন্ড বো আসনের সাংসদ রুশনারা আলী এমপি, ঢাওয়ার হ্যামলেটস স্পিকার জাহেদ চৌধুরী, এনফিল্ড কাউন্সিলের কাউন্সিলার ডেপুটি মেয়র আমিরুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে সহ সভাপতি আব্দুল কাদির, আজন উদ্দিন, দেওয়ান নজরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরুল ইসলাম, ব্যারিস্টার আতাউর রহমান, মুজিবুল হক মনি ও সৈয়দ এনামুল হক, আইন বিষয়ক সম্পাদক সলিসিটর কাওসার হোসেন কোরেশি, ব্যারিস্টার তাজ উদ্দিন শাহ, আমিনুল হক জিলু।

অনুষ্ঠানে ‘স্মৃতির আঙিনা’ নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন ব্যাংকার ও চার্টার অ্যাকাউন্ট ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুর রাকিব। বক্তব্য রাখেন উপকমিটির আহ্বায়ক ময়নুল ইসলাম ও সহ সম্পাদক মাহবুব হোসেন, অর্থ উপকমিটির আহ্বায়ক ফরিদ আহমদ, অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক সেলিম উদ্দিন চাকলাদার ও রহিম উদ্দিন মুক্তা, প্রচার ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক আলী রেজা। পাশাপাশি প্রচার ও সাংস্কৃতিক উপকমিটির মিছবা উদ্দিন, শাহাদাত সায়েম, কিশোয়ার আনাম লিটন, কামরুজ্জামান চাকলাদার ও আরশাদ উদ্দিনকে পরিচয় করিয়ে দেন।

সিম্পলী মুভ’র স্বত্বাধিকারী শাহরিয়ার আহমদ সুমন ও তানহার আহমেদ তুহিনের পক্ষ থেকে লোগো সংবলিত ‘মগ’ উপহার দেওয়া হয় সকলকে। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

সাবেক শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট গ্রহণ করেছেন আব্দুর রাকিব, ডাক্তার মাসুক উদ্দিন, সলিসিটর কাওসার হোসেন কোরেশি, ব্যারিস্টার তাজ উদ্দিন শাহ, সলিসিটর অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি তছউর আলী সাহেবের ছেলে শাহীন সামাদ, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদের ছেলে নওশাদ আহমেদ, সাহাব উদ্দিন সাহেবের ছেলে আব্দুস সামাদ, তাহের হামজা, মতিন হোসেন ও ডাক্তার ইশরাত হোসেন।

এ ছাড়া শাহীন সামাদের পক্ষে বাবা তছউর আলী, তাহের হামজার পক্ষে বাবা শফিক হামজা, মতিন হোসেনের পক্ষে বড় ভাই আতিকুর রহমান, ডাক্তার ইশরাত হোসেনের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেছেন বাবা আবিদ হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মারুফ আহমেদ। হাওয়া টিভি ও ডানটন গ্রিল ও স্পাইস’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। নাজিয়া আক্তার রেবিনের নেতৃত্বে ঢাকাদক্ষিণ বহু মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থীরা মিলে জারিগান পরিবেশন করেন। রাতের খাবার পরিবেশনের সময় ডকুমেন্টারি দেখানো হয়, যা ছিল বিদ্যালয় ও এলাকার ঐতিহ্য ও স্মৃতি বিজড়িত।

ব্রিটিশ বাংলাদেশি নাগরিক ক্ষুদে শিল্পী আদিয়ান একটি বাংলা গান পরিবেশন করে। তারপর নৃত্য পরিবেশন করে তালতরঙ্গ একাডেমির নৃত্য শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর। গান পরিবেশন করেন শতাব্দী রায়, রানা খান, শংকরী ও বীথি। মধ্যরাত পর্যন্ত চলে গানের আড্ডা। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাবেক ছাত্রছাত্রী শিক্ষকরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here