লন্ডনের লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজল ভাস্কর্য

0
লন্ডনের লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজল ভাস্কর্য

বলিউডের কিংবদন্তি জুটি শাহরুখ খান ও কাজলকে সম্মান জানাতে লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে স্থাপন করা হলো তাদের ভাস্কর্য। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছে।

লন্ডনের ট্যুরিজম বোর্ড জানায়, লেস্টার স্কয়ারের ‘স্কাল্পচার্স অব সিনেমা’ প্রকল্পে বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের স্থান দেওয়া হয়। এবার সেখানে জায়গা পেলেন শাহরুখ-কাজল—যা বলিউডের কোনো জুটির প্রথম ভাস্কর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্তৃপক্ষ ও ভারতীয় কমিউনিটির সদস্যরা। লন্ডনের লেস্টার স্কয়ারে ভারতীয় সিনেমার দুই জনপ্রিয় মুখ শাহরুখ ও কাজল তাদের নতুন ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। এ ছাড়াও ভাস্কর্যটি দেখতে লেস্টার স্কয়ারে জড়ো হন বিপুল ভক্ত।

পরে শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’তে  আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। দেখিয়েছিলাম কেমন করে ভালোবাসা সব প্রাচীর ভেঙে সবাইকে এক করে দিতে পারে প্রেম। 

এদিকে কাজল বলেন, ‘৩০ বছর পরও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছিল আমাদের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হচ্ছে। এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে।’

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। সিনেমার তাদের রসায়ন আজও কোটি ভক্তের হৃদয়ে।

বিডি-প্রতিদিন.তানিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here