চলতি বছরের জানুয়ারিতে নিজের পুরোনো ঠিকানা লেস্টার সিটি থেকে ধারে (লোন) শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। যেখানে ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের বর্তমান ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সর্বোচ্চ প্রতিযোগিতায় উত্তরণের পথে আছে, একই সময়ে লেস্টার অবনমনের শঙ্কায় রয়েছে। এরই মাঝে হামজার সাবেক এই ক্লাব বিব্রতকর একটি রেকর্ডও গড়েছে।
ইপিএলের প্রথম কোনো ক্লাব হিসেবে এই প্রতিযোগিতায় লেস্টার সিটি টানা আটটি ম্যাচেই হেরেছে, যারা কোনো গোলই করতে পারেনি। নিজেদের সর্বশেষ ম্যাচে গতকাল (বুধবার) নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরেছে লেস্টার। এই ম্যাচ তারা নেমে গেছে ইপিএলের পয়েন্ট টেবিলের ১৯ নম্বরে। তাদের পেছনে আছে কেবল একটি দল, সাউদ্যাম্পটন।
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মতো এমন লজ্জার কীর্তি আছে আর মাত্র একটি ক্লাবের। ১৯৭৬-৭৭ মৌসুমে সাদারল্যান্ডের টানা আট ম্যাচেই গোলহীন থেকে হারের অভিজ্ঞতা হয়েছিল। এদিকে, লেস্টার সর্বশেষ গোল পেয়েছিল গত ২৬ জানুয়ারি। সেদিন তারা টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-১ গোলে জয় পেয়েছিল। কেবল তাই নয়, দুঃস্বপ্নের এই মৌসুমে লেস্টার প্রথম দল হিসেবে ঘরের মাঠে ১১ ম্যাচ হারের রেকর্ডও গড়ল গতকাল।