লঙ্কা প্রিমিয়ার লিগে মঙ্গলবার (০৮ আগস্ট) কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে হৃদয়ের দল জাফনা কিংস। পাল্লেকেলেতে ১৪৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় ৩৩ বল হাতে রেখে। আসরে প্রথম পাঁচ ম্যাচের চারটিতে তিনে নামা হৃদয়কে এ দিন ব্যাটিংয়ে পাঠানো হয় ছয় নম্বরে। আগের ম্যাচে শূন্য রানে ফেরা বাংলাদেশের ব্যাটসম্যান এবার ৯ বলে ৩ চারে করেন অপরাজিত ১৪ রান।
হৃদয় উইকেটে যাওয়ার সময় জাফনার দরকার ছিল ৪৩ বলে ১৯ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন তিনি। পরের ওভারে টানা দুইটি চার মারেন মাথিশা পাথিরানাকে। এরপর নাসিম শাহকে বাউন্ডারি মেরেই দলের জয় নিশ্চিত করেন তরুণ ব্যাটসম্যান।