বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বড় দুঃসংবাদ এলো লঙ্কান শিবিরে। চোটের কারণে স্কোয়াডে রাখা হয়নি ভানিন্দু হাসারাঙ্গা ও দুশমান্থা চামিরাকে। এমন পরিস্থিতির মধ্যে লঙ্কান শিবিরে আরও একবার চোটের হানা।
শ্রীলঙ্কা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের বিপক্ষে। সে ম্যাচেই চোটে পড়েছেন দাসুন শানাকা ও কুশল পেরেরা। লঙ্কান অধিনায়ক শানাকা চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলেননি। বাঁ হাতের কনুইয়ে টান লেগেছে তার। এমনিতেই ফর্মে নেই শানাকা। অধিনায়ক হওয়ার পরও দল থেকে বাদ পড়তে পারেন, এমন আলোচনাও আছে। সঙ্গে নতুন করে কনুইয়ের চোট শানাকাকে আরেকটু বিপাকেই ফেলল।
এই দুই ক্রিকেটারের চোটের দিনে অবশ্য লঙ্কান সমর্থকেরা ভালো সংবাদও পাচ্ছেন। চোটের কারণে এশিয়া কাপের ফাইনালে খেলতে না পারা মাহিশ থিকশানা দলের সঙ্গে ২৬ সেপ্টেম্বর ভারতে আসতে পারেননি। এই রহস্যময় স্পিনার গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন।