লঙ্কানদের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

0
লঙ্কানদের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। আজ বাংলাদেশ পুরুষ দল খেলেছে তাদের টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে পরাজিত করে শ্রীলঙ্কাকে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। দুটি গোলই করেন অধিনায়ক রাহবার খান। দুটিতেই তিনি দারুণ দক্ষতা দেখিয়েছেন। প্রথম গোলটি করেছেন বামপ্রান্ত থেকে কোনাকুনি শটে। পরের গোলটি ডান প্রান্ত থেকে। কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ব্রিটিশ কোচ জেমি ডের সময় জাতীয় দলেও খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে ডাক পাননি। গত বছর মালয়েশিয়ায় এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ দল গঠনের সময় ফুটসাল দলে ফেরেন। তাকে অধিনায়কত্ব দেয় ফুটসাল কমিটি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও তিন গোলটি করে। তৃতীয় গোলের যোগানদাতাও অধিনায়ক রাহবার। তার বাড়ানো বলে পোস্টের সামনে শুধু প্লেসিং করেন মঈন। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে আরও দুই গোল করে বাংলাদেশ। খেলার অন্তিম মুহূর্তে আবিরের গোলটি ছিল বেশ চমৎকার। লঙ্কানদের আক্রমণ প্রতিহতের পর নিজেদের বক্সের একটু সামনে থেকে লম্বা শট নেন তিনি। গোলরক্ষক ও ডিফেন্স পোস্টে না থাকায় বল সরাসরি জালে জড়ায়।

প্রথমার্ধে শ্রীলঙ্কা এক গোলে পিছিয়ে পড়ার পর সমতা এনেছিল। বাংলাদেশের গোলরক্ষক রাব্বি বক্সের সামনে এসে লঙ্কান ফুটবলারকে ফাউল করেন। এতে ফ্রি কিক পায় শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়কের গোলে খেলায় ১-১ সমতা আসে। এর কয়েক মিনিট পর রাহবার আবার গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। এরপর সময় যত গড়ায় বাংলাদেশের নিয়ন্ত্রণ তত বাড়ে।

সাফ নারী ও পুরুষ ফুটসালে সাতটি দেশ অংশগ্রহণ করেছে। প্রতি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। পুরুষ দল চার ম্যাচের দুটিতে জয়, একটি হার ও একটি ড্র করেছে। আর নারী দল এখনও অপরাজিত। তিন ম্যাচের দুটি জয় ও একটি ড্র করেছে সাবিনারা। আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here