লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় হোসাইন আহমেদ হেলাল সভাপতি ও সাইদুল ইসলাম পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে হোসাইন আহাম্মদ হেলাল ৪৬ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সাঈদুল ইসলাম পাবেল ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। এ নিয়ে হেলাল সভাপতি পদে ৬ষ্ঠ বার এবং সাধারণ সম্পাদক পদে পাবেল তৃতীয় বারের মতো নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এড. আবুল বাশার ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবি ও জেলা আইনজীবী সমিতির সদস্য রাসেল মাহমুদ মান্না ও এড. মাহমুদুল হক সুজন দায়িত্ব পালন করেন। নির্বাচনে ৯২জন সদস্যের মধ্যে ৯১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।