লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

0
লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

লক্ষ্মীপুর কারাগারে আবুল বাশার (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। বুধবার সকালে তার মৃত্যু হয়। 

বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা। ১৫ জানুয়ারি চন্দ্রগঞ্জ থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় গ্রেফতার হন তিনি। ১৬ জানুয়ারি লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। 

জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে ১৫ জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) এবং আবুল বাশার ওরফে বাশার ডাকাতকে (৫০) গ্রেফতার করে। 

পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। আবুল বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। 

লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, হাজতি আবুল বাসার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here