শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মৃত্যুর ঝুঁকি কমাতে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় ৩ লাখ ১ হাজার ১৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (১২ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ের সভা কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবু হাসান শাহীন।
সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৪২৬ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৬ হাজার ৭৩৪ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন বলেন, ৬ মাসের ওপরের বয়সের শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে। কারণ ৬ মাসের কম বয়সী শিশু তার মায়ের দুধ থেকে ভিটামিন এ প্রাপ্ত হয়। ১৫ মার্চ আমাদের সকল জনশক্তি সক্রিয়ভাবে কাজ করবে। দুর্গোম চরাঞ্চলেও আমাদের প্রশিক্ষিত জনবল থেকে কাজ করবে। কোন অবস্থাতেই নির্ধারিত রঙের ক্যাপসুল ও বয়সের ব্যাতিক্রম করে শিশুকে খাওয়ানো যাবে না।
এসময় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।