নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে লক্ষ্মীপুরের প্রার্থীরা তত বেশি নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জেলার চারটি আসনে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমানতালে।
সোমাবার দুপুরে লক্ষ্মীপুর-২ আসনের কালিবাজার এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন হাত ঘড়ি প্রতিকের প্রার্থী মো: ফরহাদ মিয়া। এসময় পরিবর্তনের জন্য জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিদিন প্রচার-প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতিকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন। তিনি নিজের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতিকের ভোট চান।
একইভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকা প্রতিকের প্রার্থী গোলাম ফারুক পিংকু। তিনি উঠান বৈঠক, সভা-সমাবেশের পাশাপাশি সকাল থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রতিদিন।