লক্ষ্মীপুরে ‘শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ’ শীর্ষক সমাবেশ করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় যুবলীগ নেতা বায়েজিদ ভুঁইয়া এই সমাবেশের আয়োজন করেন। এর মধ্য দিয়ে সংগঠনটির শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে জেলার মীরগঞ্জে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।
এসময় বক্তারা প্রতিক্রিয়াশীলদের হাতে ১৫ আগস্ট ও ২১ আগস্টের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে এসব ঘটনায় শোকাভিভূত দলীয় নেতাকর্মীদের শোক শক্তিতে পরিণত করে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।