লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

0

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। গত মঙ্গলবার থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে শৈরশৈ এলাকার প্রেমিক রাসেল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। বর্তমানে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে।

প্রেমিক রাসেল ওই এলাকার সৌদি প্রবাসী খোরশেদ আলমের ছেলে। ভুক্তভোগী তরুণী খুলনা জেলার রূপসা উপজেলার ঝরবাদল এলাকার বাসিন্দা। সে ঢাকার গুলিস্তান এলাকার বংশাল চুরিটলায় একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনার পর প্রেমিক রাসেল বাড়ি থেকে পালিয়েছেন।
 
তরুণী জানায়, গত এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে গত তিনমাস ঢাকায় একটি ভাড়া বাসায় একসাথে বসবাস করে আসছেন তারা। এসময় তাকে একাধিকবার ধর্ষণ করে রাসেল। পরে বিয়ের জন্য চাপ দিলে সে (রাসেল) পালিয়ে বাড়িতে চলে আসে। এখন বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে বিয়ের দাবিতে এবং আমার অধিকার আদায়ে রাসেলের বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর রাসেলের মা-বোন তাকে নির্যাতন করেছে বলে অভিযোগ তরুণীর। একই সাথে রাসেলকে বাড়ি থেকে বের করে দেয় তারা। বর্তমানে তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান। 
 
এবিষয়ে রাসেল হোসেন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার মা পারভিন বেগম জানান, বাড়িতে আসার পর আমি আমার ছেলেকে ওই তরুণীকে নিয়ে বের হয়ে যেতে বলেছি। সৌদি থেকে আমার স্বামীও বলেছে তাদেরকে বের করে দিতে। এলাকার অনেকের ইন্দনে এই মেয়ে আমাদের বাড়িতে এসেছে। আমার ছেলে দোষ করলে তার বিষয় সে দেখবে, এ বিষয়ে আমি কিছু জানি না।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এ নিয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here