লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জাতির পিতার প্রতি শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণ করে নিবেদন করেন। এরপর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।