লক্ষ্মীপুরে সদর উপজেলার তেওয়ারিগঞ্জে ইটবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে তেওয়ারিগঞ্জ বাজার এলাকার জামালের বিক্সফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলমগীর স্থানীয় তৈয়ব চৌধুরী পোলের গোড়ার নিজ ফার্মেসি থেকে পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে জামালের ইটভাটার সামনে পৌঁছালে দ্রুতগতির ইটবাহী একটি পিকআপ এবং তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।