লক্ষ্মীপুরের রামগতিতে নাশকতার আশঙ্কায় যুবদল নেতা গরিব হোসেন রাসেলকে আটক করা হয়েছে। রাসেল উপজেলার বড়খেরী ইউনিয়ন যুবদলের সভাপতি।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়খেরী ইউনিয়নের রামগতি বাজার থেকে তাকে আটক করা হয়। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে আটক করা হয়। তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ফেসবুকেও তিনি উসকানিমূলক প্রচারণা চালান। রাসেল বড়খেরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।