লক্ষ্মীপুরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

0
লক্ষ্মীপুরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতির বয়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে বয়ারচর ব্রিজ ঘাট এলাকায় অবহেলিত বয়ারচরবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ৫ শতাধিক মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চরগাজী ইউপি প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, মোসলেহ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেঘনার ভয়াবহ ভাঙনে এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নদীর ভাঙন তীব্র আকার ধারণ করছে, অথচ এখনো পর্যন্ত সরকারিভাবে টেকসই কোনো বেড়িবাঁধ নির্মাণ হয়নি।
তারা দ্রুত সময়ের মধ্যে টেকসই ব্লক বাঁধ নির্মাণের জোর দাবি জানান এবং দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here