লক্ষ্মীপুরে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে এনসিপি’র ইফতার

0

জুলাই বিপ্লবে লক্ষ্মীপুর জেলায় শহীদ পরিবার ও আহতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৮ মার্চ) জেলা শহরের সোনার বাংলা রেস্তোরায় এ আয়োজন করা হয়।

জাতীয় নাগরিক পার্টি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক মাহাবুবুল আলম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক হামজা মাহবুব, যুগ্ন-মূখ্য সংগঠক সাদ্দাম হোসেন, সদস্য ইব্রাহিম নাফিদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আলমগীর হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সংগঠক মো. তারেক মনোয়ার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মো. আরমান হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাও. জহির উদ্দিন, হেফাজত ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার প্রচার সম্পাদক মাও. মঞ্জুরুরুল হাসান নাদিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন বাংলাদেশকে আর কোনও ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেওয়া হবে না। তৃণমূল থেকে রাষ্টপতি ভবন পর্যন্ত সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে আগামী নির্বাচন দিতে হবে। এসময় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র জনতা ও তাদের পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টি লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here