‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সোমবার (২৪ জুলাই) সকালে জেলা মৎস্য ভবনের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মপরিকল্পনা ও জেলা মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।