লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ধাক্কায় ভাইয়ের মৃত্যু

0

লক্ষ্মীপুরে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই মুরাদ হোসেনের ধাক্কায় বড় ভাই শাহাদাত হোসেনের (৬৫) মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত শাহাদাত লাহারকান্দি এলাকার মৃত আবুল বাশারের বড় ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী। অভিযুক্ত মুরাদ তার ছোট ভাই। শুক্রবার (১২ মে) বিকেলে পৌরসভার লাহারকান্দির বাইশমারা এলাকার আবদুল মজিদ খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে। 

সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতাল আনার আগেই শাহাদাত মারা গেছেন। তবে কী কারণে তিনি মারা গেছেন তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে ভুক্তভোগী পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here