লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জনসভা করেছে স্বেচ্ছাসেবক লীগ। শহরের লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে এ জনসভা করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এক এম সালাহ্ উদ্দিন টিপু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, কেন্দ্রীয় সেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ চৌধুরী প্রমুখ।