লক্ষ্মীপুরে আন্তঃপ্রাথমিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টাউন সরকারি বিদ্যালয়

0

‘বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক’ এ বিষয়ে লক্ষ্মীপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টির পক্ষ নিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতার্কিকরা। বিপক্ষ নিয়ে রানার্সআপ হয়েছেন রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতার্কিরা।

জেলা প্রশাসনের উদ্যেগে আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে চূড়ান্ত পর্ব শেষে বিচারক মন্ডলীর দেয়া এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক। প্রতিযোগিতায় প্রধান বক্তা হিসেবে নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক জান্নাতুল মাওয়া। 

বিতর্ক অনুষ্ঠানে জেলা প্রশাসল রজিব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এ উপদেষ্টা বলেন, বির্তক প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো লাভ হয়, এতে করে শিশুরা টিম ওয়ার্ক ও যুক্তি চর্চা শিখে, তাদের অন্যের মতের প্রতি সহনীয়তা তৈরী হয়, এগুলো করতে গিয়ে নিজের চর্চা ও কথা বলার চর্চা বাড়ে, দক্ষতা ও সাহস বাড়ে এবং তথ্য যোগাড় করতে গিয়ে পড়াশোনার আগ্রহ বাড়ে। সব মিলিয়ে বির্তক প্রতিযোগিতা বাচ্ছাদের উন্নতিতে ও শিক্ষার উন্নতিতে সহায়তা করে। এটি সারাদেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে ও ঝরে পড়া রোধে অপর প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অনেকগুলো ঝড়-ঝাপটা মোকাবেলা করতে হয়েছে, বিশেষ করে কভিড চলাকালীন অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে, এছাড়া কারিকুলাম অভিভাবকরা গ্রহণ না করাসহ সামগ্রিক দিক থেকে প্রাথমিক শিক্ষার মানের অবনতি ঘটেছে। মানোন্নয়নে কাজ করছে সরকার।

এর আগে শিক্ষার মানোন্নয়ন নিয়ে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এ উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here