লক্ষ্মীপুরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে দুই সহোদর রিকশাচালক হুমায়ুন কবির ও কাঠমিস্ত্রি রিয়াজ হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় তাদের আরও দুই ভাইয়ের বসতঘর আংশিক পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে জাহিদ হোসেন নামে এক যুবক আহত হয়। পরে তাকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় হুমায়ুনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে রিয়াজের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই হুমায়ুন ও রিয়াজের ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে তাদের ওপর দুই ভাই বেলাল ও জিন্নুর ঘরও আংশিক পুড়ে গেছে। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা চালিয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রেণে আনা হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক আহত হয়েছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।