লক্ষ্ণৌর দাপুটে জয়

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম ম্যাচে লক্ষ্ণৌ জয় পেয়েছে ৫ উইকেটে। তাদের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

গত ম্যাচের মতো এই ম্যাচেও হায়দরাবাদের ব্যাটিং ছিল বাজে। কেবল চার ব্যাটার ছাড়া কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। যার মধ্যে ৪১ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন রাহুল ত্রিপাঠি। ২৬ বলে ৩১ রান করেন ওপেনার আনমলপ্রিত সিং। দুই অঙ্ক ছোঁয়া বাকি দুই ব্যাটার ওয়াশিংটন সুন্দর ১৬ ও আবদুল সামাদ অপরাজিত ২১ রান করেন।  

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় লক্ষ্ণৌ। তবে গত দুই ম্যাচে দারুণ খেলা কাইল মেয়ার্স এবার বিদায় নেন ১৩ রান করেই। তিনে নামা দিপক হোডা ৭ রান করে সাজঘরে ফেরেন। এরপর রাহুলের সঙ্গে ৩৮ বলে ৫৫ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান ক্রুনাল। তাকে ফিরিয়ে অবশ্য জয় নিশ্চিত করার আগেই এই জুটি ভেঙে দেন উমরান মালিক।

২৩ বলে ৩৪ রান ক্রুনালের বিদায়ের পর রাহুল ফেরেন ৩৫ রান করে। এরপর মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরানের ব্যাটে জয় নিশ্চিত করে লক্ষ্ণৌ। স্টয়নিস ১০ ও পুরান ১১ রানে অপরাজিত থাকেন।  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here