র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি

0
র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি

সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে ব্যাট হাতেও সেঞ্চুরি করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে রয়েছেন মুশফিক। সাত ধাপ এগিয়ে বর্তমানে ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি।

মুশফিকের মতোই মিরপুর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন লিটন দাসও। তাতে এই উইকেটকিপার ব্যাটারেরও উন্নতি হয়েছে। তিনি ৮ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন। তার সমান ৮ ধাপ উন্নতি হয়েছে মুমিনুল হকের। তিনি ৪৬ নম্বরে অবস্থান করছেন। ২ ধাপ এগিয়ে মাহমুদুল হাসান জয় আছেন ৭২তম স্থানে।

বোলিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশিদের। মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে একাধিক রেকর্ড গড়া তাইজুল ইসলাম এগিয়েছেন। টেস্ট বোলারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছেন তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে এখন সবার ওপরে তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here