আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন তাইজুল ইসলাম, আর ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদে দেখা যায়, ঢাকা টেস্টে রেকর্ড গড়া বোলিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হয়েছেন তাইজুল। এ পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৫তম স্থানে। বর্তমানে টেস্ট বোলারদের মধ্যে তিনিই বাংলাদেশের সেরা অবস্থানে।
ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি মুশফিকুর রহিমের। শততম টেস্টে সেঞ্চুরি করে তিনি ৭ ধাপ উন্নতি পেয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে এখন তিনিই।
সেঞ্চুরি করা লিটন দাসও ৮ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৩৭তম স্থানে। একই সংখ্যক ধাপ অগ্রগতি নিয়ে ৪৬ নম্বরে অবস্থান করছেন মমিনুল হক।

