কুড়িগ্রামের রৌমারী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার দুপুরে রৌমারী উপজেলার থানা মোড় এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সড়কের ওপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।
এ সময় সড়ক পরিবহন আইনে তিনটি মামলায় তিনজনকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। তিনি অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রৌমারী থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জানান, সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

