মোবাইল গেম ও ভার্চুয়াল জগতের অতিমাত্রিক আসক্তি থেকে কিশোরদের দূরে রাখতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের গুরুত্ব তুলে ধরতে উপজেলা শুভসংঘ কমিটির আয়োজনে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
ঘুড়ি উৎসবে বিভিন্ন বয়সের কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। আকাশজুড়ে রঙিন ঘুড়ির উড়াল যেন কিশোরদের মুক্তির প্রতীক হয়ে ওঠে প্রযুক্তিনির্ভর একঘেয়েমি থেকে।
ঘুড়ি উৎসবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রৌমারী উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ রুবেল, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার লেবু, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কার্যকরী সদস্য মেহেদী হাসান, রাহিম রেজওয়ান, স্থানীয় এলাকাবাসী নুর আলম, সাইফুল ইসলাম, কালমসহ আরও অনেকে।
রৌমারী উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মাসুদ পারভেজ রুবেল বলেন, বর্তমান সময়ে কিশোরদের একটি বড় অংশ মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চুয়াল বিনোদনে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে। এর ফলে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে, পাশাপাশি মানসিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খেলাধুলা, সৃজনশীল বিনোদন এবং সামাজিক কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ঘুড়ি উৎসবের মতো ঐতিহ্যবাহী ও আনন্দঘন আয়োজন কিশোরদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি এনে দেয়। প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তারা প্রযুক্তিনির্ভর জীবনের একঘেয়েমি কাটিয়ে সুস্থ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে পারে।
এ সময় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার লেবু কিশোরদের আগামী দিনে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি সব ধরনের বাজে কাজ, মাদক ও ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিত আয়োজনের মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

