রোহিত শর্মার শূন্যের রেকর্ড, পাশে আছেন ম্যাক্সওয়েল-কার্তিক

0

আইপিএলের ১৮তম আসরে তারকা ব্যাটার রোহিত শর্মার জন্য শুরুটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ ওপেনার। এর ফলে, টুর্নামেন্টের ইতিহাসে তিনি একটি লজ্জাজনক রেকর্ড গড়লেন।

রবিবার (২৩ মার্চ) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমে চার বল খেলে শূন্য রানে আউট হন রোহিত। ইনিংসের প্রথম তিন বলই ডট দেন তিনি। এরপর, খলিল আহমেদের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে দেন এবং মিডউইকেটে শিবাম দুবে সহজেই ক্যাচটি তালুবন্দি করেন।

এটি ছিল রোহিতের আইপিএলে ১৮তম ডাক। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগে কোনো ব্যাটারের সর্বোচ্চবার শূন্য রানে আউট হওয়ার ঘটনা এটি। একই সংখ্যকবার শূন্য রানে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। 

রোহিত আইপিএলে তার ২৫৮তম ম্যাচ খেললেন, যেখানে দীনেশ কার্তিক (বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ) খেলেছেন ২৫৭টি ম্যাচ, এবং গ্লেন ম্যাক্সওয়েল (পাঞ্জাব কিংস) খেলেছেন ১৩৪টি ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here