বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলছে ভারত। শুক্রবার (২২ সেপ্টেম্বর) মোহালিতে প্রথম একদিনের ম্যাচে পাঁচ উইকেটে অজিদের হারালেন শুভমান গিল-কে এল রাহুলরা। রোহিত শর্মা, বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে সিরিজের প্রথম দুইটি ওডিআইতে অধিনায়ক লোকেশ রাহুল। চোট সারিয়ে ফিরে এসে এদিন পরিণত অধিনায়কত্ব করতে দেখা গেল তাকে।
টসে জিতে ফিল্ডিং নেয় টিম ইন্ডিয়া। ম্যাচের চার নম্বর বলেই দুরন্ত আউট সুইঙ্গারে মিচেল মার্শকে ফিরিয়ে দেন মোহম্মদ শামি। শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যান স্মিথ-ওয়ার্নার জুটি। অর্ধশতরান করেন ডেভিড ওয়ার্নার। তারপরেই রানের গতি বাড়ানোর চেষ্টায় জাদেজার বলে ফিরে যান তিনি। সেকেন্ড স্পেলে বল করতে এসে স্মিথের উইকেট তুলে নেন শামি।
ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় এবং শুভমান গিল ১৪২ রানের জুটি বাঁধেন প্রথম উইকেটে। মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতে যাবে ভারত। কিন্তু অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে পরাস্ত হয়ে পরপর ফিরে যান দুই ভারতীয় ওপেনার। রান আউট হন শ্রেয়স আইয়ার। অধিনায়ক কে এল রাহুলের অপরাজিত ৫৮ এবং সূর্যকুমার যাদবের ৫০ রানে ভর করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হন মোহম্মদ শামি।