রোহিতের সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজ জিতল ভারত

0

রোহিত শর্মার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারাল ভারত। ৩০৪ রানের জবাবে খেলতে নেমে ৩৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় পায় রোহিত শর্মার দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিল স্বাগতিকরা।

রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুতে ব্যাটে নেমে দারুণ শুরু এনে দেন ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। ৮১ রানের জুটি গড়ে দলকে দুর্দান্ত সূচনা দেন তারা। ডাকেট ৫৬ বলে ৬৫ রান করে আউট হন রবীন্দ্র জাদেজার বলে। আর সল্টকে ২৬ রানে ফেরান অভিষিক্ত বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের রানের গতি কিছুটা কমে গেলেও জো রুটের ৬৯ রানের ইনিংস দলকে শক্ত ভিত্তি দেয়। হার্দিক পান্ডিয়া বাটলারকে ৩৪ রানে ফিরিয়ে ভারতকে স্বস্তি এনে দিলেও, শেষের দিকে লিয়াম লিভিংস্টোন ঝড় তোলেন। ৩২ বলে ৪১ রান করে শেষ ওভারে রান আউট হন তিনি। তার সঙ্গে আদিল রশিদ ৫ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন।

ভারতের বোলারদের মধ্যে জাদেজা ৩ উইকেট নেন।

জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩৬ রান যোগ করেন শুবমান গিল ও রোহিত শর্মা। সেটিও মাত্র ১৬.৪ ওভারে। ৫২ বলে ৬০ রানের খেলে ঠিকই সিরিজ জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি। গিল আউট হওয়ার পর দ্রুত ফেরেন বিরাট কোহলিও। ৭ মাস পর ওয়ানডেতে ফিরে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

দুই সতীর্থ দ্রুত ফিরলেও চার-ছক্কার ফোয়ারা ছোটাচ্ছিলেন রোহিত। আরেকবার তার বিধ্বংসী রূপটা দেখালেন তিনি। লিয়াম লিভিংস্টোনের ফুলটস বলে আউট হওয়ার আগে পেয়েছেন ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি। ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেছেন রোহিত।

রোহিতের আউটের পর দ্রুত আরও তিন উইকেট হারায় ভারত। তবে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ইনিংসে সহজ জয়ই পেয়েছে ভারত। ৪৪ রান করা আইয়ার থাকতে না পারলেও ৪১ রানে অপরাজিত থাকেন অক্ষর।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জেমি ওভারটন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here