রোহিতের পাশে দাঁড়ালেন কপিল দেব

0

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরা হলো না রোহিত শর্মার দলের। ভারতের এমন হতাশার সময়ে তাদের পাশে দাঁড়ালেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।  

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে দুইটি স্টোরি দেন কপিল। প্রথম স্টোরিতে দলের প্রতি সমর্থন জানিয়ে দ্বিতীয়টিতে রোহিত শর্মাকে মাথা উঁচিয়ে রাখতে বলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। টানা জয়ের পর ফাইনালে এসে এই হোঁচট একপাশে রেখে দলকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।  

রোহিতকে নিজের শক্তি ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘রোহিত, তুমি যা ই করো না কেন তা ই চমৎকার হয়। তোমার জন্য ভবিষ্যতে অনেক সাফল্য অপেক্ষা করছে। আমি জানি এটা কঠিন, তবুও তোমার মন ঠিক রাখো। ভারত তোমার সঙ্গেই আছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here