রোহিঙ্গা নেতা মহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী গ্রেফতার

0

রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী ও হত্যাকারী এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের সন্ত্রাসী সংগঠন আরসা’র মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ সমিউদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ রবিবার রাতে র‌্যাব ১৫-এর একটি দল কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কুতুপালং শরণার্থী শিবিরের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে আরসা নেতা সমিউদ্দীনকে গ্রেফতার করা হয়। এসময় ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী আরো জানান, র‌্যাবের আরো একাধিক টিম আরসা সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানায় অভিযান চালাচ্ছে। অভিযান শেষে আগামীকাল সোমবার কক্সবাজার র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরসা নেতা নুর কামাল প্রকাশ সমিউদ্দীনকে গ্রেফতার ও অভিযান সম্পর্কে বিস্তারিত বিবরণ জানানো হবে। 

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং শরণার্থী শিবিরে নিজ কার্যালয়ে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর হিউম্যান রাইটসের সভাপতি মাস্টার মুহিব্বুল্লাহ রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। 

উখিয়া থানা পুলিশ ২০২২ সালের ১৩ জুন ২৯ জনের নাম উল্লেখ করে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিসহ আরো ৭ জনকে অজ্ঞাত দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করে। বর্তমানে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মুহিব্বুল্লাহ হত্যা মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here