কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর তার পরিবারে কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে তারা।
বুধবার গভীর রাতে টেকনাফের রেজিস্টার্ড ক্যাম্পে এইচ ব্লকে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম।
অপহৃত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম জানান, বুধবার রাতে রোহিঙ্গা নেতা মো. সেলিমের বাড়িতে ১০-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে তাকে নির্যাতন করে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে সন্ত্রাসীরা মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকিও দিয়ে আসছে তারা।
টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মাঈন উদ্দিন জানান, সেলিম নামে এক মাঝিকে অপহরণের খবর পেয়ে তাকে উদ্ধারের প্রচেষ্টা চলছে। অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম ক্যাম্পসহ আশপাশের পাহাড়ে অভিযান চালাচ্ছে বলে দাবি করেন তিনি।