কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তারা।
জানা গেছে, প্রতিনিধি দল ক্যাম্পে পৌঁছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন। সফরকালে স্যান্ডার্সের সঙ্গে ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তাগণ।
পরে দলটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৯ এর জি-১৮ ব্লকে ইউনিসেফ এর নারী ও শিশুদের নিরাপত্তা বিষয়ক একটি সেন্টার পরিদর্শন করেন।
এর আগে গতকাল সোমবার তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান স্যান্ডার্স।