রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ যুবককে অপহরণ, পরে হাত কাটা অবস্থায় একজন উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফের আশ্রিত ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবক অপহরণের ঘটনায় জাহাঙ্গীর আলম(১৭) কে বাম হাতের কবজি কাটা অবস্থায় পাহাড় সংলগ্ন ক্যাম্প এলাকা থেকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন ক্যাম্পের মাঝি নুরুল আমিন।

আহত জাহাঙ্গীর আলম(১৭) টেকনাফ আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি/২১ এর সামসু আলমের ছেলে। 

টেকনাফ আশ্রিত আলীখালী ক্যাম্পের মাঝি নুরুল আমিন জানান, গত শুক্রবার রাতে ২৫ নম্বর ক্যাম্প থেকে ১২ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত অস্ত্রধারী এক দল সন্ত্রাসী ৫ জন রোহিঙ্গা যুবককে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। কিন্তু নিখোঁজের একদিন পর জানতে পারি আলীখালী ক্যাম্পে ডি/২১ ব্লক পাহাড় সংলগ্ন এলাকা থেকে অপহৃত জাহাঙ্গীর আলম(১৭) কে বাম হাতের কবজি কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।উদ্ধারের পর তাকে আহত অবস্থায় ক্যাম্প সংলগ্ন (আইআরসি) হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক বিধায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উক্ত ভিকটিমকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা হাত কেটে এক যুবককে ফেলে রেখে যায়। এই সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনার বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here