কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রোহিঙ্গা যুবকের হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহবুবুর রহমান (৩০) উখিয়ার ক্যাম্প-৮ এর ইস্ট এলাকার বাসিন্দা আবু শামার ছেলে। ক্যাম্প ৫-এ তার শ্বশুর বাড়ি। আর মরদেহ মিলেছে ক্যাম্প ৯ এলাকায়।
এর আগে বুধবার সকালে রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক খুন হন। ২৪ ঘণ্টার মাথায় দুষ্কৃতকারীদের হাতে দুই রোহিঙ্গা যুবক নিহত হল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পেছনে হাত বাঁধা, মুখে রশি দিয়ে আটকানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তার বাম পায়ে কোপানোর ক্ষত রয়েছে।
তিনি জানান, দুষ্কৃতকারীরা বুধবার বিকালে তাকে অপহরণ করে ৯ নম্বর ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে তাকে খুন করে।