কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ বাহারছড়া শামলাপুর পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব -১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৭ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হন। ওইদিন ভোরে উখিয়ার ৮ ডব্লিউ ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে।