রোম-ঢাকা রুটের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে আলোচনা সভা

0

রোম-ঢাকা রুটের ফ্লাইট পুনরায় চালু করার দাবি জানিয়ে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি। 

রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ এনাম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের রাজনৈতিক প্রটোকল কর্মকর্তা মোঃ সোহাগ আহমদ অয়েছ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা। 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ‌ সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ সভাপতি লায়লা শাহ, হাসাদুর রহমান হান্নান, শরীফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার, আশরাফুল আলম রিকন, কোষাধক্ষ্য লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক খান রবিন, মহিলা সম্পাদিকা আখি সীমা কাওসার, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, সম্মানিত সদস্য শাহীন খলিল কাওসার, নাজমুল আহসান তুহিন, আমিনুল ইসলাম রাসেল, সহমহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি, মহিলা সংস্থা ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, পাবনা জেলা সমিতি সহ আরোও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here