ইতালির রোম সফররত সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি। সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি মো. গাউসুজ্জামান গেদু শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম। প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ফোরাম ইতালির প্রতিষ্ঠাতা ১ নম্বর সদস্য সাব্বির আহমেদ, ফোরামের সিনিয়র সহসভাপতি আরমান উদ্দিন স্বপন ও যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন হকসহ আরো অনেকে।
এসময় তিনি আরও বলেন, স্বনির্ভর হয়ে নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। প্রবাসীদের কারণে দেশের অর্থনীতি আজও বেঁচে আছে। এ সময় আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেটের সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দসহ সিলেট জাতীয়তাবাদী ফোরাম।