রোমে বাংলাদেশ বাংকার সমিতির বার্ষিক বনভোজন

0

রোমে প্রতি বছরের মতো বর্ণাঢ্য আয়োজনে ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ বাংকার সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রোমের লাগো দি ত্রাবিনানোতে দিনব্যাপি আয়োজনে আনন্দে মেতে উঠেন সকলে। আয়োজনে ছিল লটারির মাধ্যমে রোম ঢাকা রোম পাঁচটি বিমান টিকিটসহ আকর্ষণীয় সব পুরস্কার এবং লন্ডন থেকে আগত ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী শতাব্দী কর, রোম থেকে বাবু বাঙাল ও পুতুলের গান।

বনভোজনের আমন্ত্রণে ছিলেন সংগঠনের সভাপতি ওসমান সরদার সোহেল, সাধারণ সম্পাদক শাহজাহান মাতবর, সিনিয়র সহ সভাপতি হিমেল দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক কাউসার ফারুক, সহ সভাপতি মীর কামাল।
এসময় আয়োজকরা বলেন শুধুমাত্র নিজেদের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে পারস্পরিক সম্পর্ক যেন অটুট থাকে সেই প্রচেষ্টাই এই আয়োজন। শেষে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here