ইতালির রোমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উদযাপন করেছে রোম মহানগর আওয়ামী লীগ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতা হাবীব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, আবু তাহের, জামান মোক্তার। প্রধান বক্তা ছিলেন রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজালাল মাদবর। বিশেষ বক্তা ছিলেন সহ সভাপতি আল মাহমুদ রফিক, মনির মুন্সী, স্বপন মজুমদার।