যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা জেলা সমিতি ইতালির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের তরপিনাত্তারা সেন্ট্রাল জামে মসজিদে এ উপলক্ষে ইফতার পূর্ব এক আলোচনা ও ইসলামী বয়ান অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা সমিতি ইতালির সভাপতি মো. সালাহ উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সামির হোসেন সাদেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের হেড কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. জসিম উদ্দিন। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান ইকবাল, উপদেষ্টা আমিনুর রহমান সালাম সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রোম শহরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশী এবং পাকিস্তান, মরক্কো, সেনেগালের কমিউনিটির ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। এ সময় ফিলিস্তিনের মসজিদে মুসলমানের উপর বর্ররোচিত হামলার নিন্দা ও বিশ্ব
মানবতার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।