রোমস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে গণহত্যা দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী গণহত্যা দিবসের প্রেক্ষাপট, ইতিহাস এবং দিনটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গণহত্যা দিবস হিসেবে পালনের গুরুত্বের উপর আলোকপাত করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও আলোচনায় অংশগ্রহণ করেন।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের এ দাবি অচিরেই বিশ্ব পরিমণ্ডলে প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রদূত গণহত্যার নির্মমতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানের শেষে সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।