পুরো কোচিং স্টাফসহ কোচ জোসে মরিনিওকে বরখাস্ত করেছে ইতালির ফুটবল ক্লাব রোমা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, অচিরেই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
২০২১ সালের মে মাসে ক্লাবের ৬০তম কোচ হিসেবে মরিনিওকে নিয়োগ দিয়েছিল রোমা।
বিবৃতিতে রোমা মরিনিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। জানানো হয়েছে তার ভবিষ্যতের জন্য শুভকামনাও।
২০২১ সালের এপ্রিলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার মরিনিও যোগ দিয়েছিলেন রোমায়। ইতালির ফুটবল লিগ সিরিআ’তে তার অধীনে খুব একটা দাপট দেখাতে পারেনি ক্লাবটি।
মরিনিও যোগ দেওয়ার পর শেষ হওয়া দুটি লিগই রোমা শেষ করেছে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে। চলতি মৌসুমে লিগে পয়েন্ট তালিকার ৯ নম্বরে আছে দলটি। সর্বশেষ তিন ম্যাচে নেই কোনো জয়।