রাশিয়া রবিবার রাতে ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এই ড্রোনের মধ্যে কিছু ড্রোন ইউক্রেনের প্রতিবেশি রোমানিয়ার ভূখণ্ডে পড়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
রোমানিয়া ন্যাটো সামরিক জোটের সদস্য। ফেসবুকে এক বিবৃতিতে ইউক্রেনীয় কর্মকর্তা ওলেগ নিকোলেনকো পশ্চিমা অংশীদারদের ইউক্রেনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ দ্রুত করার আহ্বান জানিয়েছেন।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তার ভূখণ্ডে রাশিয়ার ড্রোন বিস্ফোরণের কোনো খবর অস্বীকার করেছে।