চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লাইপজিগকে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রথম হয়েই গ্রুপ পর্ব শেষ করলো পেপ গার্দিওলার দল। লাইপজিগের মাঠে প্রথম লেগে তারা ৩-১ ব্যবধানে জিতেছিল।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল পানসে। কোনো পক্ষই ভীতি ছড়াতে পারেনি। তবে আচমকাই সিটিকে চমকে দিয়ে এগিয়ে যায় লাইপজিগ। লাইপজিগ গোলরক্ষক ইয়ানিসের কিকের গতি-প্রকৃতি ঠিক বুঝে উঠতে পারেননি মানুয়েল আকনজি। ফাঁকা মাঠ পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন লোইস ওপেনদা।
প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি সিটি। তবে আসল ঝলকটা দেখা গেল ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটের মাথায় অসাধারণ ক্ষিপ্রতায় প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে ফিল ফোডেনের থ্রু পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে আসরে নিজের পঞ্চম গোলটি করেন আরলিং হালান্ড। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে ৩৫ ম্যাচে হালান্ডের গোল হলো ৪০টি।
একের পর এক আক্রমণের ফল আবারও পায় সিটি, ম্যাচের ৭০তম মিনিটে। মাঠের বাঁ দিক থেকে ভার্দিওলের পাস ধরে দুর্দান্ত শটে স্কোরলাইন ২-২ করেন ফিল ফোডেন। ৮৭ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন জুলিয়ান আলভারেজ। প্রতিপক্ষের পায়ে লেগে আসা বল বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন এই আর্জেন্টাইন।
এই ম্যাচ জয়ে গ্রুপ পর্বে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করলো সিটি। রানার্সআপ লাইপজিগের পয়েন্ট ৯।