গল টেস্টে পাকিস্তানের সামনে জয়ের জন্য খুব বড় লক্ষ্য দিতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু ১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমেও শুরুতে বেশ চাপে পড়ে গিয়েছিল সফরকারীরা। ৩৮ রান করতে তারা হারিয়ে ফেলেছিল তিন উইকেট। ৩ উইকেটে ৪৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে পাকিস্তান।
শেষ দিনে ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ছিল আরো ৮৩ রান, আর লঙ্কানদের লাগত ৭ উইকেট। বৃহস্পতিবার পঞ্চম দিনে লাঞ্চের আগেই ম্যাচটি জিতে নিয়েছে পাকিস্তান।
বাবর ফিরেন ২৮ বলে ২৪ রান করে, আর প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিল আউট হন ৩৮ বলে ৩০ রানের ইনিংস খেলে। সরফরাজ আহমেদ ফিরেছেন মাত্র ১ রান করেই। অপরাজিত ফিফটি (৫০) করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ওপেনার ইমাম-উল-হক।
উল্লেখ্য যে, শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩১২ রানে গুটিয়ে গিয়েছিল। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৬১ রান করে। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ১৪৯ রানে পিছিয়ে থেকে গতকাল দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান।
দু’দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ২৪ জুলাই কলম্বোতে শুরু হবে।